BANGLADESH REFRIGERATION & AIRCONDITIONING MERCHANTS ASSOCIATION
বাংলাদেশে রিফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং সেক্টরে কর্মরত ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট ব্যাক্তিদের স্বাস্থ্য নিরাপত্তা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে টেকসই পরিবেশ বান্ধব কর্ম পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আজ সকালে আমার নিজ অফিসে GIZ জার্মান প্রতিনিধিদের সাথে ঘন্টা ব্যাপি আলোচনা হয়। এর অংশগ্রহনে এই খাত বাংলাদেশে নতুন সম্ভাবনার দার উন্মোচিত হবে বলে তাঁরা সকলেই মনে করেন । বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী দেশ জার্মানির GIZ এর সহযোগীতায় ভবিষ্যতে উন্নত প্রযুক্তির মাধ্যমে RAC ও HVAC সেক্টরে বাংলাদেশে অচিরেই নতুন শিল্প বিপ্লব ঘটবে বলে আমরা আশাবাদী।
BANGLADESH REFRIGERATION & AIRCONDITIONING MERCHANTS ASSOCIATION
Powered by Online Solution