ব্রামা সম্পর্কে
ABOUT BRAMA
১৯৮০ এর দশকে শেষের দিকে এই রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং সেক্টরে নিয়োজিত কিছু উদ্দমী ব্যক্তি তাঁদের চিন্তা চেতনায় ভাবেন সেক্টরাল বিষয়ে একটি সংগঠনের। সমস্ত বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ব্যবসায়ীদেরকে একটি ছাতার নিচে নিয়ে আসতে পারলে দেশের জন্য ভালো কিছু করা যাবে। সেই সময় থেকে তারা মাঠে নেমে পড়েন। ২৭ (সাতাশ) জন মিলে একটি এডহক কমিটি করেন। সভাপতি হিসেবে জনাব ষ্টিফেন গমেজ, সহ-সভাপতি জনাব হাজী আব্দুল খালেক (প্রতিষ্ঠাতা), মহাসচিব জনাব সাইমন গমেজ, সচিব জনাব দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব নাজিম মোল্লা, সহ-সচিব জনাব আব্দুল মান্নান প্রসিদ্ধ। উল্লেখ্য এ সকল মহান ব্যক্তিবর্গ সকলেই মৃত্যুবরণ করেছেন।
পরবর্তীতে ১৯৯৯ সালে ২৪ আগষ্ঠ জনাব সাইমন গমেজ এবং জনাব মোঃ দেলোয়ার হোসেন সাহেব সহ স্বাক্ষরিত সর্বমোট ৬৫ জনের স্বাক্ষরিত সংঘস্মারক ও সংঘ বিধি জমাদানের মাধ্যমে বাংলাদেশ রিফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বনিক সমিতি ৩১/০৩/১৯৯০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধন লাভ করে।
সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকে FBCCI এর সদস্যপদ গ্রহন করে সেক্টরে নিয়োজিত সকল ব্যবসায়ীদের জন্য সরকারের ঘোষিত নীতিমালা প্রনয়নে কাজ করছে। বিভিন্ন সময় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে সরকারে বিভিন্ন মহলের সাথে দেনদরবার সহ সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। বিগত ২০০০ সালে ঘোষিত বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপন অনুসারে সমিতিকে এসোসিয়েশনে রূপান্তরের বিষয়টি বর্তমান কমিটি (২০২৩-২০২৫) গুরুত্বের সঙ্গে অতি জরুরী হিসাবে গ্রহন করে। বর্তমান কমিটির প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেবের নেতৃত্বে বানিজ্য মন্ত্রণালয়ের একাধিক শুনানির মাধ্যমে “বাংলাদেশ রিফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বনিক সমিতি’র” পরিবর্তে “বাংলাদেশ রিফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্টস্ এসোসিয়েশন” নামে ০৯/০৫/২০২৪ইং তারিখে পরিবর্তন করতে সক্ষম হয়েছে।
দেশীয় শিল্পের বিকাশ ঘটিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে প্রবেশের জন্য সচেষ্ট। এরই ধারাবাহিকতায় মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে সরকারের পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত RAC/HVAC বিষয়ক ট্রেনিং, সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় অংশ গ্রহন করে থাকে। প্রতি ২ (দুই) বছর অন্তর সাধারন ভোটারদের উপস্থিতিতে এসোসিয়েশনের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ নির্বাচিত হয়। বস্তুত তাদের নির্দেশনাতেই ব্রামার দৈনন্দিন কাজকর্ম চলে। এসোসিয়েশনের নির্বাচিত কমিটিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টাগণ সেক্টরাল বিষয়ে এবং সামাজিকভাবে দেশে ও আন্তর্জাতিকভাবে সুপরিচিত ব্যক্তিত্ব বহন করেন।
সাধারন সদস্যদের উপস্থিতিতে প্রতি বছর বার্ষিক সাধারন সভা, বনভোজন, ইফতার মাহফিল, দোয়া মাহফিল আয়োজন ছাড়াও সদস্যদের নিকটতম আত্মীয় স্বজনদের বা সম্মানিত সদস্যদের মৃত্যুতে শোকবার্তা পাঠানো সহ সকল সামাজিক কাজে সহযোগীতা করে থাকে।
যাদের আত্মত্যাগে সেই ৯০এর দশকে অফিস ক্রয় করে -কে একটি সম্মানের স্থানে অধিষ্ঠিত করেছিলেন সেই সকল কিংবদন্তিতুল্য ব্যক্তিদেরকে আমরা সবসময় শ্রদ্ধাভরে স্মরন করি। ইতোমধ্যে যারা দুনিয়ার মায়া ত্যাগ করেছেন তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। যারা এখনো বেঁচে আছেন তাঁদের দীর্ঘায়ু কামনা করছি।
পরিশেষে সকলের ব্যবসায়িক সাফল্য, পারিবারিক সমৃদ্ধি, ভ্রাতৃত্ববন্ধন ও সুস্থতা কামনা করছি।
In the late 1980s, some enterprising individuals engaged in the refrigeration and air conditioning sector thought of a sectorial organization. Bringing these businessmen scattered all over Bangladesh under one umbrella will do good for the country. From that time they fell into the field. 27 (twenty seven) people formed an ADHOC Committee. Mr. Stephen Gomez as President, Vice President Mr. Haji Abdul Khalek (Founder), Secretary General Mr. Simon Gomez, Secretary Mr. Delwar Hossain, Organizing Secretary Mr. Nazim Mollah, Deputy Secretary Mr. Abdul Mannan are prominent. It should be noted that all these great people have died.
Later, on 24th August 1999, Bangladesh Refrigeration and Air Conditioning Banik Samity was registered by the Government of Bangladesh on 31/03/1990 through the submission of Memorandum of Association and Articles of Association signed by Mr. Simon Gomez and Mr. Md. Delwar Hossain.
Since its inception, the organization has taken membership of FBCCI and has been working on promulgating the policies announced by the government for all businessmen engaged in the sector. In order to protect the interests of the businessmen, the government has to maintain constant communication with various quarters including debt. The current committee (2023-2025) takes the issue of converting the society into an association as per the notification of the Bangladesh government announced in the last year 2000. Under the leadership of the current committee president Mr. Mohammad Asaduzzaman, through several hearings of the Ministry of Commerce, the “Bangladesh Refrigeration and Air Conditioning BanikSamity”instead it was able to change its name to “Bangladesh Refrigeration and Air Conditioning Merchants Association” on 09/05/2024.
BRAMA strives to enter the international arena by developing the domestic industry. In continuation of this, BRAMA actively participates in various programs including RAC/HVAC related trainings and seminars conducted by the Department of Environment of the Government to implement the Montreal Protocol. An Executive Committee consisting of 17 members is elected by direct vote in the presence of general voters every 2 (two) years in accordance with the association rules and memorandum of association. In fact, the day-to-day activities of are carried out under their guidance.An advisory committee of 5 members is constituted to properly manage the elected committee of the association. The advisors carry nationally and internationally well-known personalities on sectoral issues and socially.
Apart from organizing Annual General Meeting, Banquet, Iftar Mahfil, Doa Mahfil every year in the presence of ordinary members, BRAMA supports all social activities including sending condolence messages on death of members’ nearest relatives or respected members.
We always remember with reverence those legendary persons whose self-sacrifice made BRAMA a place of honor by purchasing office in the 90s. I wish peace to the departed souls of those who have already left the illusion of the world. Long live those who are still alive.
Finally, wishing everyone business success, family prosperity, brotherhood and health.
কিছু ব্যক্তিদের আত্মত্যাগেই তৈরি হয় এক একটি মহান ইতিহাস যা তাদের অমর করে রাখে। প্রজন্মের পর প্রজন্ম উজ্জীবিত হয় তাদেরই দর্শনে। আমরা স্মরণ করি এই মহান ব্যক্তিদের। যারা আমাদেরকে সংগঠন সম্বন্ধে শিখিয়েছেন। তাদের দেখানো পথে এগিয়ে যাব আমরা। রচিত হবে নতুন শতাব্দী।
স্টিফেন গোমেজ
বেঙ্গল রেফ্রিজারেশন কোম্পানি লিমিটেড
মোহাম্মদ দেলোয়ার হোসেন
সাবেক প্রেসিডেন্ট,ব্রামা
মোহাম্মদ হোসেন হায়দার হিরু
সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
মিস্টার সাইমন গোমেজ
সাবেক মহাসচিব